নরসিংদীতে বিয়েবাড়ির আতশবাজির বিকট শব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রখ্যাত আলেম ও জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাহমুদুল হাসান আল মাদানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের গাবতলী বনবিভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। রাতের খাবার খেয়ে সুস্থ অবস্থায় ঘুমাতে যান তিনি। কিছুক্ষণ পরই বিকট শব্দে আতশবাজি ফোটানো হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, এর আগেও নরসিংদীতে আতশবাজির শব্দে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে মধ্যরাতে আতশবাজি ফোটানো নিষিদ্ধের দাবি জানান।