রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বিশেষায়িত কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ড. এফ এম সিদ্দিকী এ তথ্য জানান। গত ২৩ নভেম্বর থেকে এ হাসপাতালে ভর্তি আছেন বেগম জিয়া। অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে আর তেমন কোনো জটিলতা নেই।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তারা ‘ম্যাডামের’ প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করে যখন যে চিকিৎসা প্রয়োজন সেটিই দিচ্ছেন।