বরিশালে মিথ্যা মামলা করায় জালাল কোরাইশী নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী এ আদেশ দেন। জালাল কোরাইশী নগরীর রিফিউজি কলোনি রোডের রহম আলী কোরাইশীর ছেলে। মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানান, জালাল কোরাইশী টাকা ধার সংক্রান্ত বিষয় নিয়ে নগরীর দক্ষিণ আলেকান্দা কাজীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামানের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে তদন্ত করে বিষয়টি মিথ্যা বলে তদন্ত প্রতিবেদন জমা দেন কোতোয়ালি মডেল থানার এসআই মো. আবদুল্লাহ আল জোবায়ের। এর পরিপ্রেক্ষিতে আদালত বাদীকে হাজির হয়ে মিথ্যা ও বিদ্বেষপ্রসূত মামলা করায় কেন তার বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে না জানতে নোটিস দিয়েছিলেন। কিন্তু তিনি আদালতে হাজির হননি, এমনকি আইনজীবীর মাধ্যমে কোনো জবাব দেননি। তাই বিচারক তাকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আদালতে হাজির না থাকায় জরিমানার টাকা জমা হয়নি। এজন্য ১৫ দিনের কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক।