গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। শনিবার দিবাগত মধ্য রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত একজন হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের মালিব্বর মিয়ার ছেলে কাউসার আলী (৩২)। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্য দুজনের পরিচয় শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তে কাজ করছে রংপুর রেঞ্জের সিআইডির ক্রাইম সিনের একটি ইউনিট। নিহতরা সবাই বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের হেলালীপাড়া এলাকার আবদুস সালামের গোয়ালঘরের দেয়াল কেটে অজ্ঞাত আট থেকে ১০ জনের চোরের দল তিনটি গরু চুরি করে নিয়ে পিকআপে উঠিয়ে পালাতে থাকে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে চোরদের ধাওয়া করলে পিকআপটি নিয়েপার্শ্ববর্তী নাসিরাবাদ গ্রামের দিকে পালিয়ে যায়। সেখানে এলাকাবাসীর বাধার মুখে পিকআপ থেকে তিনজন চোর পুকুরে লাফ দেয়। বাকিরা পিকআপসহ গরু নিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা পুকুরটি ঘিরে ফেলে এবং ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুকুর থেকে কূলে এনে স্থানীয়রা তাদের বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।