ভেনেজুয়েলাকে অজেয় আখ্যা দিয়ে এই দেশকে যুক্তরাষ্ট্র কখনওই পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য করলেন তিনি।
মূলত যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ও কার্টেল তালিকায় নতুন সংস্থার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে মন্তব্য করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ‘ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না’ এবং তার দেশ ‘অজেয়’।
মাদুরো আরও বলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘মাসের পর মাস যেসব মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ’ সৃষ্টি করা হয়েছে— তার মধ্যেও যারা সাহসের সঙ্গে দেশকে সমর্থন করে যাচ্ছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, আমরা যে পরিমাণ সমর্থন বার্তা পাচ্ছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
এর আগে কার্টেল দে লস সোলেস নামে একটি অপরাধী সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি অনুযায়ী, এই অপরাধী সংগঠনটি মাদুরো ও ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারা পরিচালনা করেন।
এই ঘটনার পাশাপাশি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ এবং এফ-৩৫ যুদ্ধবিমানও মোতায়েন করেছে।
এর আগে গত আগস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতির নির্দেশ দেওয়ার পর থেকেই দুই দেশের উত্তেজনা বাড়ে। ট্রাম্প দাবি করেন, মাদক কার্টেল দমন এবং মাদক পাচার রুট বন্ধ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে ভেনেজুয়েলা ওয়াশিংটনের এই পদক্ষেপকে দেশটিতে মার্কিন হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা হিসেবে বর্ণনা করেছে। কারাকাসের মতে, যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য হলো ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন করা। সূত্র: বিবিসি, আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ
বিডি প্রতিদিন/একেএ