নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ আওরাকি (মাউন্ট কুক) থেকে পড়ে দুই পর্বতারোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিপজ্জনক ভূপ্রকৃতি ও চরম আবহাওয়ার জন্য পরিচিত এই পর্বতটি দেশটির সবচেয়ে ঝুঁকিপূর্ণ আরোহন পথগুলোর একটি হিসেবে বিবেচিত।
নিহত দুই আরোহীর নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় গণমাধ্যম জানায়, তাদের একজন ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক অভিজ্ঞ পর্বতগাইড। চার সদস্যের একটি দল ৩ হাজার ৭২৪ মিটার উচ্চতার এই চূড়ায় উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। সোমবার রাতে জরুরি সহায়তা চাওয়া হলে মঙ্গলবার ভোরে হেলিকপ্টারের সহায়তায় বাকি দুই আরোহীকে জীবিত উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টা পর উদ্ধারকর্মীরা খুঁজে পান নিখোঁজ দুই সদস্যের মরদেহ।
কর্তৃপক্ষ জানায়, দুর্গম আলপাইন পরিবেশ ও অস্থিতিশীল আবহাওয়ার কারণে মরদেহ উদ্ধারের কাজ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং।
দক্ষিণ দ্বীপজুড়ে বিস্তৃত সাউদার্ন আল্পস পর্বতমালার সর্বোচ্চ চূড়া মাউন্ট কুকের শৃঙ্গজয়ের পথ কঠিনতম হিসেবে পরিচিত। বড় ধরনের হিমধস, গভীর ফাটল ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া অভিজ্ঞ আরোহীদের জন্যও ঝুঁকিপূর্ণ করে তোলে পথটিকে।
এর আগে প্রায় এক বছর আগে এই পর্বতে নিখোঁজ হয়েছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডার তিন পর্বতারোহী। কয়েকদিনের অনুসন্ধানেও তাদের খুঁজে পাওয়া না যাওয়ায় পরবর্তীতে মৃত ঘোষণা করা হয়। প্রতিকূল আবহাওয়া তখনও উদ্ধার অভিযানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।
ক্লাইম্বএনজেডের তথ্যমতে, মাউন্ট কুক জয় করতে গিয়ে কয়েক দশক ধরে বহু পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। প্রায় প্রতিটি আরোহন মৌসুমেই অন্তত একজনের মৃত্যুর ঘটনা ঘটে থাকে।
সূত্র: দ্য মিরর
বিডি প্রতিদিন/মুসা