ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০০টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বড় কোনো পরিবর্তন না থাকলে আজ প্রার্থিতা ঘোষণা করা হবে। জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রাথমিক ধাপে আমাদের ১০০ আসনের প্রার্থী চূড়ান্ত। সব ঠিকঠাক থাকলে আগামীকাল (আজ) প্রার্থিতা ঘোষণা করা হবে। তবে চূড়ান্ত তালিকায় পরিবর্তন এলে অফিশিয়ালি প্রার্থীদের তালিকা প্রকাশ হবে আগামী বুধবার।’
এদিকে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম ধাপে দলটি চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করতে প্রস্তুত। বাকি আসনগুলো জোটগত সিদ্ধান্তের ভিত্তিতে বণ্টন করা হবে। এর জন্য চলতি মাসেই বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে দলটি প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার’ পন্থি, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দিয়েছে।
এর আগে দলটি গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও মনোনয়ন প্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এ সময় সারা দেশে ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। তবে আসন বণ্টন নিয়ে দলটির কেন্দ্রীয় নেতা ও তৃণমূলে অসন্তোষ দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির কয়েকজন নেতা বলেন, আসন বণ্টন নিয়ে দুই উপদেষ্টা ও দলের তিনজন কেন্দ্রীয় নেতা পুরোপুরি হস্তক্ষেপ করছে। তারা তাদের পারিবারিক সদস্যদের প্রাধান্য দিতে যাচ্ছে। এতে জুলাইয়ের স্প্রিট ধারণ করা ও ত্যাগি নেতা-কর্মীরা মাইনাসে থাকায় তৃণমূলে এক ধরণের চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এনসিপির শীর্ষ নেতৃত্বের মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ থেকে প্রার্থী হচ্ছেন। তবে একই সঙ্গে তিনি ঢাকা-৯ থেকেও প্রার্থী হতে পারেন বলে জানা গেছে। সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে প্রার্থী হচ্ছেন। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাও এনসিপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন বলে আভাস দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এক্ষেত্রে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১২ অথবা ঢাকা-১০ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে প্রার্থী করা হচ্ছে।
এ ছাড়া দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা-১, আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঢাকা-৯, মনিরা শারমিন নওগাঁ-৫, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ ও সিনিয়র যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে নোয়াখালী-৬ আসন থেকে প্রার্থী করা হচ্ছে। এর মধ্যে অনেকে নিজ নিজ এলাকায় প্রচারণাও শুরু করেছেন।
এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মুখপাত্র করে গত রবিবার ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠন করে জাতীয় নাগরিক পার্টি।