বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ধর্মব্যবসায়ীরা তরতরাইয়া জান্নাতের কথা বললেও মানুষ দুনিয়ায় কীভাবে চলবে, তাদের সে পরিকল্পনা নেই। তারা শুধু ট্যাবলেট বিক্রি করছেন। তবে তাদের বাসস্টেশন কোথায় তা জিজ্ঞেস করতে হবে। যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিগত দিনে অনেক রক্ত ঝরেছে, তা ধ্বংসের ষড়যন্ত্র করছেন তারা। আমরা তা হতে দেব না।’ গতকাল রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভার দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাত দিনব্যাপী কর্মসূচিতে ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারা অংশ নিয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের সঞ্চালনায় সভাপতির বক্তব্য দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ছাত্রদল নেতা-কর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা জনগণের ভোট চাই। কিন্তু তাদের কী দিতে চাই সেই পরিকল্পনা নিয়েছি। কারণ আমরা তো ধর্মের ট্যাবলেট বিক্রি করতে পারি না।’ তিনি বলেন, ‘তরুণরাই আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে। তাই প্রশিক্ষণের জ্ঞানগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। পরিকল্পনাগুলো সঠিকভাবে তৃণমূলে ছড়িয়ে দিতে হবে।’ দেশের জন্য বিএনপির অতীত ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘নিরক্ষরতা দূর করতে গণশিক্ষা কার্যক্রম চালু করেন জিয়াউর রহমান। তবে পরবর্তীতে এরশাদ তা বিলুপ্ত করেন। যত দিন পর্যন্ত আমরা পুরোপুরি অক্ষরজ্ঞান না হতে পারব, তত দিন চেষ্টা করতে হবে।’