ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের এক দফা দাবিতে গতকালও সকাল থেকে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে রবিবারও তারা একই দাবিতে সড়ক অবরোধ করেন।
গতকাল সরেজমিন দেখা গেছে, সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে শিক্ষা ভবনের সামনে কর্মসূচি পালন করছেন দেড় থেকে দুই শ শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশের এক দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। শিক্ষার্থীরা বলছেন, আলোচনা সাপেক্ষে তারা পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন। তবে দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আন্দোলনে অংশ নেওয়া সরকারি বাঙলা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. মামুন বলেন, ‘দুই দিন ধরে আমাদের অবস্থান কর্মসূচি চলমান। অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। অধ্যাদেশ না নিয়ে আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি যৌক্তিক, দাবি মানতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়ব না।’
জানা গেছে, রবিবার দিনে অবস্থান কর্মসূচির পর রাত থেকেই শিক্ষা ভবনের সামনে আবদুল গণি সড়কে অবস্থান নেন বেশ কয়েক শ শিক্ষার্থী। গতকাল সকালে তাদের সঙ্গে শতাধিক ছাত্রছাত্রী যোগ দেন। সকাল থেকেই তারা সড়কে বসে যান। তাদের অবস্থানের কারণে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
এদিকে গতকাল বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্য সামনে রেখে সরকার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। এর খসড়া চূড়ান্তকরণের কাজ চলমান। ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তমন্ত্রণালয় সভা করা সম্ভব হবে। শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রমের ধারাবাহিকতা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সবার সহযোগিতায় সব মহলে গ্রহণযোগ্য ও সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করে শিক্ষা মন্ত্রণালয়।