সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তিন দলের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’-এর ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, ‘দখলদারি ও ধর্মের মাধ্যমে ভোট আদায়কারীদের পতন শিগগিরই ঘটবে। আমরা দেখেছি, নির্বাচনি সংস্কৃতিতে ভোট কেন্দ্র দখল জবরদস্তি, আধিপত্যমূলক এবং ফ্যাসিবাদী আচরণ করা হয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই আচরণ শুরু হয়ে গেছে।’ গতকাল রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আলোচনায় থাকা নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ এই জোটে না এলেও জোটের বাকি দুটি দল-আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন জোটে রয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনএনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ তিন দলের নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, ‘জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী দলগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে। শিগগিরই তারা আমাদের জোটে যুক্ত হতে হবে। এই জোট শুধু নির্বাচনি জোট নয়, রাজনৈতিক জোট। গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এই জোট কাজ করবে।’ তিনি বলেন, ‘আমরা দেখছি বিভিন্ন দলকে সিটের লোভ দেখিয়ে নানান জোটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।’ সংবাদ সম্মেলনে জোট থেকে ৩০০ আসনে নির্বাচন করা হবে কি না জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা অবশ্যই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করব। কবে প্রার্থী ঘোষণা করা হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।’ সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জোটের মুখপাত্রের নাম ঘোষণা করে বলেন, আজ থেকে এই জোটটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তরুণদের নেতা নাহিদ ইসলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, অভ্যুত্থানের ভিতর দিয়ে যে সংস্কারের আকাক্সক্ষা তৈরি হয়েছে সেই সংস্কার পূর্ণাঙ্গভাবে নির্ধারিত হবে আগামী জাতীয় নির্বাচনে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা