পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচন অত্যন্ত বড় ধরনের একটি পরীক্ষা। প্রধান উপদেষ্টা ড. ইউনূস সবসময় বলেছেন, এ নির্বাচন একটি আদর্শ নির্বাচন হতে হবে, যাতে করে কারও কোনো অভিযোগ না থাকে। সামনে নির্বাচন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় টেস্ট। আদর্শ ও অভিযোগহীন নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা রক্ষা খুবই গুরুত্বপূর্ণ অংশ। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকারের প্রতিটি বিভাগ কাজ করছে। আমরা আশা করি যে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যেতে পারব।
গতকাল সকালে রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার পুলিশ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা। পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে। তিনি বলেন, নির্বাচনে যে প্রার্থীর হারার সম্ভাবনা থাকবে, সে প্রার্থী সবসময় গ গোল সৃষ্টি করার চেষ্টা করতে পারে। সেটা মাথায় রেখে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। তৌহিদ হোসেন বলেন, দেশের উন্নয়নে কম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার অনেক উন্নয়নমূলক কাজ শুরু করেছে। কম সময়ের মধ্যে তো সবকিছু করা সম্ভব নয়। আমরা শুরু করে দিলাম; যা পরবর্তী সরকার এসে চালিয়ে যাবে এবং কাজটি সম্পন্ন করবে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি হাসপাতালেই বড় সমস্যা হলো ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী, এজন্য স্বাস্থ্য খাতে প্রয়োজন বড় বিনিয়োগ। এ ছাড়া বিশ্বের উন্নত দেশগুলোতে শিক্ষা খাতে বড় বিনিয়োগ করা হয়, এতে করে মানবসম্পদ তৈরি করা সম্ভব হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা প্রমুখ।