পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি। ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে। কিন্তু ইতিবাচক সাড়া পাইনি। এ ধরনের ঘটনায় চট জলদি সমাধান পাওয়া যায় না। রংপুর অঞ্চলে চার দিনের সফরে এসে গতকাল সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তিনি বলেন, ‘তারেক রহমান সাহেব কখন দেশে আসবেন এ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।’
আরকান আর্মিদের হাতে জেলেদের আটকের ব্যাপারে তিনি বলেন, ‘আরকান আর্মিরা স্টেটের কেউ না। তাই চাইলে তাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করা সম্ভব নয়। যেহেতু আমাদের স্বার্থ রয়েছে, তাই বিষয়টি দেখতে হবে।’
তিনি বলেন, ‘ঢাকায় চাইনিজ অর্থায়নে ১ হাজার শয্যার একটি হাসপাতাল হওয়ার কথা ছিল। সেটি সরকার নীলফামারীতে করতে যাচ্ছে। এটা এমনভাবে প্ল্যান করা হয়েছে, যেন রংপুর অঞ্চলসহ ভারত, ভুটানসহ বিভিন্ন দেশের মানুষ এখান থেকে চিকিৎসা নিতে পারে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’