মার্কিন ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আরও ১৩ দেশ যুক্ত হচ্ছে। জানা গেছে, গত জুন মাসে ১৯ দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা অথবা কড়াকড়ির বিধি কার্যকর হওয়ার পর অতিরিক্ত এই ১৩ দেশের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে, এই তালিকায় সেসব দেশ রয়েছে যেসব দেশে রাজনৈতিক অস্থিরতা চরমে, অর্থনৈতিক দুর্যোগে লোকজন বিপর্যস্ত এবং লোকজন আন্তর্জাতিক সন্ত্রাসবাদে যুক্ত, কিংবা আমেরিকার স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও প্রচারণায় জড়িত।
এদিকে ভিসা নিষিদ্ধ হওয়া দেশের তালিকা ১৯ থেকে বাড়িয়ে ৩২ করায় কমিউনিটিকে আরও উদ্বিগ্ন করেছে। এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়েম গত বৃহস্পতিবার ফক্স নিউজে কথা বলার সময় উল্লেখ করেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে আরও কটি দেশের নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা-নিষেধাজ্ঞার পাশাপাশি ওইসব দেশের নাগরিকের মধ্যে যারা এরইমধ্যেই গ্রিনকার্ড পেয়েছেন, কিংবা গ্রিনকার্ডের অপেক্ষায় আছেন- তাদের ব্যাকগ্রাউন্ডও নতুন করে যাচাইয়ের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যারা ২০২১ সাল থেকে তথা বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে এসেছেন তাদের ব্যাপারেই এই কঠোরতা জারি করা হয়েছে।