কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের কড়িকান্দি এলাকায় রাজাপুরগামী একটি খালি পণ্যবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তিতাস নদে পড়ে যায়। এতে ট্রলির চাপায় নদীতে গোসলে নামা একই বাড়ির তিন নারী মারা যান। গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন উপজেলার কড়িকান্দি গ্রামের ফারুক মিয়ার স্ত্রী শামসুন্নাহার আক্তার (৪০), শুকুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫) ও মো. ইমনের স্ত্রী রোজিনা (৩০)।
রোজিনা ও শামসুন্নাহার আপন জা এবং রিনা আক্তার তাঁদের ভাগনেবউ।
স্থানীয়রা জানান, তিন নারী তিতাস নদে গোসল করছিলেন। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রলি এসে উল্টে তাঁদের ওপর পড়ে। চাপা পড়ে ঘটনাস্থলেই রিনা ও রোজিনা মারা যান। শামসুন্নাহারকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মৃত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরফরাজ হোসেন খান। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মৃতদেহ উদ্ধার করেন। ট্রলিচালককে গ্রেপ্তারে অভিযান চলছে।