বামদের নতুন জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ গঠনের ঘোষণা দিয়েছে বামপন্থি দলগুলো। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কনভেনশনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ আয়োজিত জাতীয় কনভেনশন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। কনভেনশনে বাম-প্রগতিশীল গণতান্ত্রিক দল ও সংগঠকে নতুন এ জোটে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বজলুর রশীদ ফিরোজ বলেন, জুলাই সনদে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়ার কথা বলা হয়েছে। চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে এ অন্তর্বর্তী সরকার প্রতিস্থাপন করতে চায়। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, চব্বিশের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটলেও এর আকাক্সক্ষা বাস্তবায়ন হয়নি। গণ অভ্যুত্থানের ১৫ মাসের মাথায় এসে বিজয় হাতছাড়া হতে চলেছে। এখনো লুটপাট ও দুর্নীতির ধারায় দেশ পরিচালিত হচ্ছে। এ কারণে জনগণের নিজস্ব রাজনৈতিক উত্থান জরুরি।
এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, চব্বিশের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটলেও এর আকাক্সক্ষা বাস্তবায়ন হয়নি। গণ অভ্যুত্থানের ১৫ মাসের মাথায় এসে দেখা যাচ্ছে, এবারের বিজয়ও হাতছাড়া হতে চলেছে।
দেশ এখনো গভীর ও ক্রমবর্ধমান সংকট, নৈরাজ্য, দুর্নীতি, লুণ্ঠন, অবক্ষয়ের মধ্যে রয়েছে। সর্বগ্রাসী সংকট থেকে জনগণের মুক্তির জন্য বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে ‘রেইনবো কোয়ালিশন’ গড়ে তুলতে হবে।
এতে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গড়ে তোলার যৌক্তিকতা তুলে ধরেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। কনভেনশনের ঘোষণাপত্র পাঠ করেন সিপিবি সাধারণ সম্পাদক আবদুুল্লাহ কাফী রতন, কনভেনশনে ৭ দফা রাজনৈতিক প্রস্তাব তুলে ধরে বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা।
কনভেনশনে আরও বক্তৃতা করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, ঐক্য ন্যাপ সভাপতি অ্যাডভোকেট এস এম এ সবুর, প্রগতিশীল বাম রাজনৈতিক দল, বিভিন্ন জাতিসত্তা, নারী, শ্রম-কর্ম-পেশার সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নেতারা।