রাজধানী ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সেনার ওপর গুলির ঘটনার পরিপ্রেক্ষিতে ১৯ দেশের নাগরিকের মার্কিন ভিসা ইস্যু বন্ধের নির্দেশের পাশাপাশি নানা প্রক্রিয়ায় গ্রিনকার্ডপ্রাপ্তদের ব্যাকগ্রাউন্ড পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার নির্দেশ জারির এক দিন পর ২৮ নভেম্বর আরেক নির্দেশে সব ধরনের আশ্রয়প্রার্থীর (অ্যাসাইলি) ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণও স্থগিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবাবিষয়ক পরিচালক (ইউএসসিআইএস) জোসেফ এদলো এ কথা জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে জোসেফ এদলো বলেন, ততক্ষণ পর্যন্ত এ স্থগিতাদেশ থাকবে, যতক্ষণ পর্যন্ত ‘আমরা নিশ্চিত হতে পারব যে, প্রত্যেক বিদেশি যথাসম্ভব সর্বোচ্চ মাত্রার নিরাপত্তা যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে এসেছেন’।
এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ৫০ হাজারের অধিক বাংলাদেশির যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের প্রত্যাশা থমকে দাঁড়াল বলে অভিবাসনবিষয়ক আইনজীবী এবং কমিউনিটিভিত্তিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।