সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ মানুষ আস্থা পাচ্ছে না। নির্বাচনের পথে সহিংসতা বাড়ার শঙ্কা ও নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের মাঠ সমতল নেই। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে আস্থার ঘাটতি রয়েছে।’ গতকাল বিকালে রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে নাগরিক প্ল্যাটফর্মের ‘আঞ্চলিক পরামর্শসভা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশের মানুষ নির্বাচনের ব্যাপারে আগ্রহী হয়ে আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেশের পেশাজীবী, ব্যবসায়ী, বিনিয়োগকারী, প্রবাসীসহ সর্বস্তরের মানুষ নির্বাচন চায়। আমলাতন্ত্রের ভিতরে যে অস্বস্তি আছে তা কাটানোর জন্য নির্বাচন চাওয়া হচ্ছে। স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে একই রকম পরিস্থিতি। মানুষের মনে একদিকে প্রচ প্রত্যাশা, অন্যদিকে আস্থার অভাব।’ তিনি বলেন, ‘আপনারা মনে করেন নির্বাচন কমিশন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপের ভিতরে ঢুকতে পারেনি। স্থানীয় পর্যায়ে এ কথা আরও বেশি লক্ষ করা গেছে। এমনকি মিডিয়াও বলছে এ কথা। এমন পরিস্থিতি কত দিনে কাটবে তা এখন দেখার বিষয়।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা সুজন সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানজিউল ইসলাম, তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী, সিপিডির ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ অন্যরা। সভায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতারা মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।