স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন দায়িত্বে থেকে যাঁরা নির্বাচনে অংশ নেবেন, নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই তিনিসহ সবাই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল সচিবালয় থেকে ভার্চুয়ালি দেশের ১১ জেলার ৪৪ উপজেলায় ‘পাবলিক লাইব্রেরি’ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সাংবাদিকরা জানতে চান, আপনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আগামী মাসে তফসিল হবে, কবে নাগাদ আপনি পদত্যাগ করছেন- এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘নির্বাচন করব ঘোষণা দিয়েছি, কিন্তু নির্বাচন কোথা থেকে করব, এখনো সে ঘোষণা দিইনি। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যাঁরা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন তাঁদের কেউ কেউ নির্বাচন করবেন- এমন কথাও আছে।’ তিনি আরও বলেন, ‘এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন না। তবে আমরা মনে করি এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যাঁরাই নির্বাচনে অংশ নেবেন তাঁদের অবশ্যই নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’
কোন দল থেকে আপনি নির্বাচন করতে যাচ্ছেন? জানতে চাইলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো। আমি আপনাদের যথাসময়ে জানাব, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন।’