বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাউলরা মাঠে ঘাটে প্রান্তরে গান গেয়ে বেড়ায়। উগ্রধর্মান্ধরা তাদের ওপর হামলা করছে। এটা সঠিক নয়। এ ধরনের হিংসা-প্রতিহিংসা বেছে নেওয়া কারও জন্য সঠিক নয়। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করি।’ গতকাল বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এ সময় জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল এ সময় সরকারকে ঢাকার কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকারকে আহ্বান জানাই যারা অগ্নিকাে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত সময়ে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার। সেই সঙ্গে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনা বের করে যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।’ পরে বিকালে ঠাকুরগাঁওয়ের ইএসডিও প্রাঙ্গণে মির্জা ফখরুল বলেন, ‘আগামীর নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ।
দেশের মানুষের ভবিষ্যৎ ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিই, তাহলে জাতিকে এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনো ভুল করবে না।’