রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৫টা ২২ মিনিটে আগুন লাগার পর মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে পানির সংকট ও তীব্র যানজটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে। রাত ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকাল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। যানজটের কারণে আরও চারটি ইউনিট দীর্ঘ সময় পথে আটকে থাকে। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ায় পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়িয়ে মোট ১৯টিতে উন্নীত করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা তালহা বিন জসীম। তিনি জানান, পানির সংকট তীব্র হওয়ায় সেখানে আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পানির অভাব দেখা দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা বস্তির ঝিলপাড় খালে তিনটি জেনারেটর স্থাপন করে পাইপের মাধ্যমে পানি টেনে আগুন নেভানোর চেষ্টা করছেন। খালের পাড়ে স্থাপিত তিনটি জেনারেটরে পাইপ লাগিয়ে একযোগে পানি টানছেন কর্মীরা। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তিবাসীরা ঘর থেকে যে যার সামান্য মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন আছেন। তাদেরকে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষদের বস্তির ভিতরে প্রবেশ করা থেকে বিরত রাখতে দেখা যায়। কর্তব্যরত ফায়ার ফাইটাররা জানান, যানজটের কারণে পানিবাহী গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। ফলে কাছাকাছি পৌঁছানো গাড়িগুলোর পানি শেষ হয়ে যায়। এ অবস্থায় খালের পানি দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা।
উল্লেখ্য, রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গাজুড়ে বিস্তৃত কড়াইল বস্তিতে প্রায় ১০ হাজার ঘর রয়েছে। ঘনবসতি, টিন-বাঁশ-কাঠের ছাপড়াঘর এবং সরু পথের কারণে এখানে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে। গত ২১ ফেব্রুয়ারি রাতেও আগুনে পুড়ে যায় ডজনখানেক ঘর। এর আগে গত বছরের ২৪ মার্চ এবং ১৮ ডিসেম্বরও এই বস্তিতে আগুনের ঘটনা ঘটে।