আয়ারল্যান্ডের শেষ উইকেটের পতন হয় ২৬৫ রানে। তখনো বাংলাদেশ থেকে ২১১ রানে পিছিয়ে সফরকারীরা। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চাইলেই ফলোঅন করাতে পারতেন সফরকারীদের। নিয়ম মেনে ইনিংসের ব্যবধান যদি ২০০ রান হয়, তাহলে প্রতিপক্ষকে ফলোঅন করাতে পারে এগিয়ে থাকা দল। স্বাগতিক অধিনায়ক নাজমুল সে পথে হাঁটেননি। ইতিহাসের পাতায় চিরস্থায়ী হওয়া মুশফিকের শততম টেস্টটিতে বোলারদের ক্লান্তি এড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে নাজমুল বাহিনী। ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। টেস্টের আজ চতুর্থ দিন ৩৬৭ রানে এগিয়ে ব্যাটিং করবেন টাইগাররা। কত রানে এগিয়ে ইনিংস ঘোষণা করবেন টাইগার অধিনায়ক নাজমুল? সিলেটে ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টটি জিতলে হোয়াইটওয়াশ করবে আয়ারল্যান্ডকে। দ্বিতীয় দিন আয়ারল্যান্ড শেষ করেছিল ৫ উইকেটে ৯৮ রান তুলে। গতকাল তৃতীয় দিন আইরিশ ব্যাটাররা স্বাগতিক তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও হাসান মুরাদের ঘূর্ণির বিপক্ষে লড়াই করেছেন। উইকেটরক্ষক লরকান টাকার ও স্টিফেন দেহানি ষষ্ঠ উইকেট জুটিতে ৮১ রান যোগ করে দলের বিপর্যয় রোধ করেন। দেহানিকে ব্যক্তিগত ৪৬ রানে বোল্ড করে সাজঘরে ফেরান তাইজুল ৫৮.১ ওভারে। এক বল পরে ৫৮.৩ ওভারে ফের আঘাত হানেন তাইজুল। দলীয় ১৭৫ রানেই আউট করেন অ্যান্ডি ম্যাকব্রাইনকে। যিনি বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নেন অফ স্পিনে। ১৭৫ রানে ৭ উইকেট হারিয়ে সফরকারীরা যখন পুরোপুরি কোণঠাসা, তখন টাকার ও জর্দান নেইল অষ্টম উইকেট জুটিতে যোগ করেন ৭৪ রান। নেইল ব্যক্তিগত ৪৯ রানে আউট হন পেসার ইবাদত হোসেনের বলে। ২৪৯ রানে অষ্টম উইকেটের পতনের পর খুব বেশি রান করতে পারেনি আইরিশরা। লরকান টাকারের অপরাজিত ৭৫ রানে ভর করে আয়ারল্যান্ড ২৬৫ রানে অলআউট হয় ৮৮.৩ ওভারে। বাঁ-হাতি স্পিনার তাইজুল ৭৬ রানে ৪টি এবং খালেদ আহমেদ ও হাসান মুরাদ দুটি করে উইকেট নেন। ২১১ রানে এগিয়ে টাইগার দুই ওপেনার সাদমান ইসলাম ও জয় ১১৯ রানের জুটি গড়েন। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের তিন ইনিংসে টানা পঞ্চাশ ঊর্ধ্ব রানের জুটি গড়েন। সিলেটে দুই ওপেনার উদ্বোধনী জুটিতে ১৬৮ রান করে। মিরপুরে প্রথম ইনিংসে ৫২ ও দ্বিতীয় ইনিংসে ১১৯ রান। টেস্ট ক্রিকেটে এই প্রথম বাংলাদেশ টানা তিন ইনিংসে পঞ্চাশ ঊর্ধ্ব রানের জুটি গড়েছে। সাদমান ৬০ ও মুমিনুল হক ১৯ রানে অপরাজিত রয়েছেন। জয় আউট হয়েছেন ৬০ রানে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা