রাজধানীতে ১০ মাসে ১৯৮টি হত্যার ঘটনা ঘটেছে। প্রতি মাসে গড়ে ২০টি। বেশির ভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, পারিবারিক সহিংসতা, পূর্বশত্রুতার জের, আধিপত্য বিস্তারে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এমনকি অজ্ঞাতনামা নবজাতকের লাশও উদ্ধার হয়েছে। বিগত ১০ বছরের অপরাধ তথ্য পর্যালোচনা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্য দুজনকে ধরতে অভিযান চলছে। তাদের ধরতে পারলে হত্যার নেপথ্য কারণ জানা যাবে। এদিকে সোমবার কদমতলী থানার শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেনথ-জাহাঙ্গীর আলম টিটু, আবদুর রাজ্জাক শানু ও মামুন। তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা এবং সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির রমনা বিভাগের ডিসি মো. আমীর খসরু।
তিনি বলেন, গ্রেপ্তার তিনজনই চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তারা মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য এসব অস্ত্র ব্যবহার করত। তাদের বিরুদ্ধে দুটি করে অস্ত্র ও মাদক মামলা রয়েছে। তারা এর আগে দুইবার গ্রেপ্তার হয়েছিল।