নিউজ টোয়েন্টিফোরের সেলেব্রিটিবিষয়ক জনপ্রিয় টক-শো অনুষ্ঠান স্টারটকের নতুন উপস্থাপক হলেন ‘মিস আর্থ বাংলাদেশ’ উম্মে জামিলাতুন নাইমা। এখন থেকে ‘স্টারটক’ উপস্থাপনায় নিয়মিত পর্দায় দেখা যাবে তাকে।
উম্মে জামিলাতুন নাইমা একজন পরিবেশবিদ, কর্পোরেট পেশাজীবী, অভিনেত্রী ও সঞ্চালক হিসেবে গত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। মিস আর্থ-এর আন্তর্জাতিক মঞ্চে ২০২১ সালের ট্যালেন্ট রাউন্ডে সিংগিং ক্যাটাগরিতে সিলভার মেডেল জেতেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার অর্জন করেন নাইমা।
নাইমার জন্ম ও বেড়ে ওঠা সিলেটে, প্রকৃতির মাঝে। সেই পরিবেশই পরিবেশ-সংরক্ষণে আগ্রহী করে তোলে তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজে সুযোগ থাকা সত্ত্বেও তাই পরিবেশবিজ্ঞানকে বেছে নিয়ে মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি।
এছাড়া শিল্প-সংস্কৃতির সঙ্গেও তার যাত্রা শৈশব থেকে। বাংলাদেশ টেলিভিশন ও শিশু একাডেমিতে শিশুশিল্পী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। বাংলা কবিতা আবৃত্তিতে জাতীয় পুরস্কার আছে তার। এছাড়া গান, অভিনয়, চিত্রাঙ্কন ও সঞ্চালনা সবকিছুর সঙ্গেই তিনি নিবিড়ভাবে জড়িত।
ভয়েস আর্টিস্ট হিসেবে আন্তর্জাতিকভাবেও কাজ করার অভিজ্ঞতা আছে নাইমার। তিনি বলেন, যুক্তরাজ্যের এরগন থিয়েটার-এর ‘টাইগার উইডো ক্লাইমেট স্টোরিটেলিং প্রজেক্ট’-এ সুন্দরবনের এক টাইগার উইডোর কণ্ঠ হয়েছি, যা ব্রিটিশ কাউন্সিল দ্বারা সমর্থিত।
তিনি আরও বলেন, বর্তমানে আমি আকাশবাড়ি হলিডেজ-এ হেড অব ব্র্যান্ড কমিউনিকেশনস হিসেবে কাজ করছি এবং একই সঙ্গে আমার প্রতিষ্ঠিত পরিবেশ-সংরক্ষণমূলক সংগঠন “স্রোত” পরিচালনা করছি, যা পরিবেশ সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি-ভিত্তিক বিভিন্ন উদ্যোগে কাজ করছে।
উল্লেখ্য, স্টারটকে নিয়মিত অতিথি হয়ে আসেন দেশের বিনোদন জগতের নানা তারকারা। এই অনুষ্ঠানে এসে গল্পের ঝাঁপি খুলে বসেন তারা। অনেক জানা-অজানা গল্প শেয়ার করেন ভক্তদের সঙ্গে।
স্টারটক অনুষ্ঠানটি দেখতে নিয়মিত চোখ রাখুন www.facebook.com/News24entertainment পেজে।
বিডি প্রতিদিন/এমআই