হলিউডের বিনোদন জগতে রাজ করা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স এবার দখলে নিল নেটফ্লিক্স। ৭২০০ কোটি ডলারের বিনিময়ে ডিসকভারি টিভি নেটওয়ার্ক, ফিল্ম স্টুডিয়োর সঙ্গে তাদের স্ট্রিমিংয়ের ব্যবসাও কিনে নিচ্ছে তারা।
শুক্রবার (৫ ডিসেম্বর) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। ফিল্ম এবং টেলিভিশন জগতে যে বিরাট একটি পরিবর্তন আসতে চলেছে সে কথা বলাই বাহুল্য।
এই নগদ ও শেয়ার সমন্বিত চুক্তিতে ওয়ার্নার ব্রস ডিসকভারি শেয়ারের মূল্য ধরা হয়েছে ২৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। এর ফলে মোট চুক্তির আর্থিক মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৭২ বিলিয়ন ডলার এবং পুরো প্রতিষ্ঠানের (এন্টারপ্রাইজ) মোট মূল্য প্রায় ৮২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। যা চলতি দশকের সবচেয়ে বড় মিডিয়া চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
এই অধিগ্রহণ সম্পন্ন হলে নেটফ্লিক্স পাবে শতবর্ষ পুরোনো হলিউডের একটি ঐতিহ্যবাহী স্টুডিও’র পূর্ণ মালিকানা। এর সঙ্গে যুক্ত হবে বিশ্ববিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলো—হ্যারি পটার, ব্যাটম্যান, গেম অফ থ্রোনস, ফ্রেন্ডস, দ্য সোপ্রানোস। পাশাপাশি এইচবিও’র মর্যাদাসম্পন্ন ব্র্যান্ডও সরাসরি নেটফ্লিক্স’র মালিকানায় চলে যাবে। এর ফলে প্রতিষ্ঠানটির প্রায় ৩০ কোটি বিশ্বব্যাপী গ্রাহক যুক্ত হবে এইচবিও ম্যাক্সের ১২ কোটি ৮০ লাখ গ্রাহকের সঙ্গে।
নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, অধিগ্রহণের পরেও ওয়ার্নার ব্রোসের সব বিদ্যমান প্রেক্ষাগৃহে মুক্তি সংক্রান্ত চুক্তি তারা বহাল রাখবে। এ বিষয়ে ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থা, থিয়েটার মালিক সংগঠন এবং শিল্পী ও নির্মাতাদের সংগঠনকে আশ্বস্ত করা হয়েছে, যেটি হলিউডজুড়ে একটি বড় উদ্বেগের বিষয় ছিল।
চুক্তিটি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে টেলিভিশন নেটওয়ার্কগুলোর পৃথকীকরণ প্রক্রিয়া শেষ হবে। পুরো অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হতে আনুমানিক ১২ থেকে ১৮ মাস সময় লাগবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই চুক্তি কার্যকর হতে হলে নিয়ন্ত্রক সংস্থা ও ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে। ইতিমধ্যে নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে এই চুক্তি অনুমোদন করেছে।
বিডি প্রতিদিন/কামাল