পাকিস্তানি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর পেয়ারি মরিয়ম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তার স্বামী আহসান আলী ইনস্টাগ্রামে এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লেখেন, পিয়ারি মরিয়ম মারা গেছেন। তার জন্য সবাই দোয়া করবেন।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেয়ারি। দুর্ভাগ্যবশত, বাচ্চা প্রসব জটিলতার কারণে হাঠাৎ তার স্বাস্থ্যের অবনতি ঘটে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও সন্তান জন্মদানের সময় মারা যান তিনি। তবে তার যমজ সন্তানরা বেঁচে আছে।
এদিকে মরিয়ামের মৃত্যুর পর তার বাচ্চাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এক পোস্টে বলা হয়েছে, আল্লাহর রহমতে আমাদের দুই ছেলে সম্পূর্ণ সুস্থ আছে। অনুগ্রহ করে গুজব থেকে দূরে থাকুন এবং আমাদের প্রিয় মারিয়ামের জন্য দোয়া করুন।
এদিকে ইনফ্লুয়েন্সার মরিয়মের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে। ইনফ্লুয়েন্সার ফাতিমা জাফরি সহকর্মী মরিয়মের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি জানিয়েছেন, সন্তান প্রসবের কিছুক্ষণ পরই মৃত্যু হয়েছে মরিয়মের। তাকে ক্ষমার জন্য বলেছেন এবং নারীদের অন্তঃসত্ত্বা কতটা নাজুক ও গুরুত্বপূর্ণ হতে পারে, তা সবাইকে বোঝার আহ্বানও জানিয়েছেন।
বিডি প্রতিদিন/কামাল