মুক্তির আগে আবারও আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা রণবীর সিং। অভিযোগ করা হয়েছে, তিনি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ ছবির একটি পুজার দৃশ্য নিয়ে সমালোচনা বা ব্যঙ্গ করেছেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাতের সম্ভাবনা তৈরি করেছে।
বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, অভিনেতা মঞ্চে দেবতাকে নিয়ে হাস্যরসাত্মক এবং আপত্তিকর মন্তব্য করেছেন। হিন্দু জনজাগৃতি সমিতিও এই ঘটনায় রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
রণবীর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে বলেছেন, 'আমার উদ্দেশ্য ছিল ছবিতে ঋষভ শেট্টির অসাধারণ অভিনয়কে তুলে ধরা। আমি জানি সেই বিশেষ দৃশ্যটি এডিট করতে কতটা পরিশ্রম হয়েছে এবং তাঁর অভিনয়ের জন্য আমি একজন বিশাল ভক্ত হয়ে উঠেছি। আমি সবসময় দেশের প্রতিটি সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বাসকে সম্মান করি। যদি আমার কারণে কারও অনুভূতিতে আঘাত পৌঁছায়, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।'
বিডি প্রতিদিন/মুসা