ক্যাপশনে শুধুই লেখা, ‘১.১২.২০২৫’। আর সেই সঙ্গেই একটি ছবি| যেখানে বরের হাত ধরে মন্দির থেকে হাসিমুখে বেরিয়ে আসছেন দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু। পরনে লাল বেনারসি আর হাতে গাঢ় মেহেন্দি।
পাশে সাদা পাঞ্জাবি-পায়জামায় যিনি দাঁড়িয়ে, তিনি আর কেউ নন, দীর্ঘদিনের চর্চিত প্রেমিক, পরিচালক রাজ নিদিমোরু। সোমবার (১ নভেম্বর) দুপুরে সামান্থা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেন। এতে দীর্ঘদিন ধরে এই অভিনেত্রীর বিয়ে নিয়ে চলা গুঞ্জনই সত্যি হলো। পরিচালককেই বিয়ে করলেন দক্ষিণী নায়িকা সামান্থা।
ভারতীয় সংবাদদমাধ্যম হিন্দুস্তান টাইমসসহ বেশ কিছু গণমাধ্যম আলোচিত এই দম্পতির বিয়ে নিয়ে প্রতিবেদন করেছে। এত বলা হয়, তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ইশা যোগ কেন্দ্রের লিং ভৈরবী মন্দিরে নাকি বিয়ের আসর বসেছে। ভিড়ভাট্টা নয়, মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথির উপস্থিতিতেই তাদের বিয়ে হয়েছে।
এতদিন তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও, তারা নিশ্চিত করে কিছু বলেনি। ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ এবং ‘সিটাডেল: হানি’ সিরিজের সেট থেকেই যে প্রেমের সূত্রপাত, তা আজ আর কারোর অজানা নয়। আমেরিকা ভ্রমণ থেকে তিরুপতি দর্শন, সবই ছিল এই শুভ পরিণয়ের ইঙ্গিত।
২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ৪ বছরের সংসারের ইতি টেনেছিলেন সামান্থা। সেই নাগা ২০২৪-এর ডিসেম্বরেই শোভিতা ধুলিপালাকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন। অন্যদিকে রাজ নিদিমোরুও ২০২২ সালে স্ত্রী শ্যামলি দে-র সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন। ডিভোর্সের চার বছর পর দক্ষিণী সুন্দরীর এই নতুন ইনিংসকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
বিডি প্রতিদিন/কামাল