শালিক-টিয়ে-ময়না পাখি
বলছে তারা এসে,
হৈমন্তীকা আসছে দেখো
আমাদের এই দেশে।
ভোরের রবি তাতেই আজি
ছড়ায় মিষ্টি আলো,
কুহেলিকা ঘাসের ডগায়
লাগছে কতো ভালো।
হিমেল বায়ুর সুখের পরশ
লাগছে সবার অঙ্গে,
তার আবেশটি ছড়াচ্ছে আজ
এপার ওপার বঙ্গে।
সোনালি রঙ করছে ধারণ
মাঠের শ্যামল ধানে,
সুখের স্বপন দেখে কৃষক
মাতাইছে আজ গানে।
সবার ঘরে খুশির জোয়ার
পিঠাপুলির ঘ্রাণে,
হৈমন্তীকা আসছে বলে
জাগছে সাড়া প্রাণে!