আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান বলেছেন, জামায়াতে ইসলামের কোনো মনোনয়ন বঞ্চিত কোনো নেতা যদি মনে করে আমজনতার দলে এসে মনোনয়ন নেবে, তাহলে প্রথমত তাকে মুক্তিযুদ্ধ নিয়ে যে ভুল চিন্তা ছিল, সেই বিষয়টি ডিফাইন করতে হবে যে তিনি আর মুক্তিযুদ্ধবিরোধী আচরণ আর করবেন না। এই শর্তে আমজনতার দলে এসে সদস্য হতে পারে।
সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যেমন খুলনায় একজন আলেম মনোনয়ন বঞ্চিত হয়েছেন, সেখানে অন্য ধর্মের একজন মনোনয়ন পেয়েছেন। এখন মনোনয়ন বঞ্চিত কেউ যদি থাকেন, তিনি যদি চান আমাদের দলে যোগ দিতে... তাহলে আমি বলব আপনার পূর্বের যে চিন্তা ও চেতনা ছিল, সেই আদর্শ যদি আর না মানেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যদি শ্রদ্ধা ও সম্মান করেন, তাহলে আমরা আমজনতার দলে আপনাকে প্রাথমিকভাবে সদস্য হিসেবে বিবেচনা করব, আমাদের সদস্য হিসেবে নেব। এরপর পরবর্তী সময়ে আপনি যদি মনোনয়ন চেয়ে আবেদন করেন তাহলে আমরা সেটি দিতে পারি।
তিনি আরও বলেন, এটা শুরু জামায়াত ইসলাম না, অন্য দলেরও যদি কেউ মনে করেন যে তাদের দল থেকে আমজনতার দল বেটার অপশন হবে সার্বভৌমত্বের সংজ্ঞায় ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য... দেশপ্রেমিক বিবেচনায়। আমাদের এই দলের কখনো পালানোর ইতিহাস নেই, আমাদের কখনো আত্মগোপনের ইতিহাস নেই। আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে গণ-অভ্যুত্থানের সময় ছিলাম, গণ-অভ্যুত্থানের আগে ছিলাম এবং এখনো আছি। কে এলো কে গেল আমরা কোনো ধরনের ভয়ে একদমই ভীত হই না।
বিডি প্রতিদিন/কেএ