বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর–২ (নগরকান্দা–সালথা–ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, “যখনই বাংলাদেশের মাটিতে গণতন্ত্র ব্যাহত হয়েছে, ভোটাধিকার হরণ হয়েছে, ফ্যাসিবাদের উত্থান হয়েছে, তখনই দেশমাতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আলোকবর্তিকা হয়ে মানুষের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন।”
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নগরকান্দা পৌরসভার সরকারি এম এন একাডেমি মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসমাবেশ ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে শামা ওবায়েদ আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যার পর বেগম খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদী দলের হালই ধরেননি, তিনি সারা বাংলাদেশের হাল ধরেছিলেন।”
স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “এরশাদ বিরোধী আন্দোলনে তিনি আপোসহীন নেত্রী হিসেবে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।”
গত ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, “গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় ছয় বছর কারাবাস করতে হয়েছে। সেই কারণেই তিনি আজ আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন।”
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজ জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে দেশের মানুষ দোয়া করছে। তিনি শুধু তারেক ও কোকোর মা নন—আজ দেশের ১৭ কোটি মানুষেরই মা।”
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার–এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রমুখ।
সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/আশিক