পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পিরোজপুর জেলা ইউনিটের সেক্রেটারি মাসুদ সাঈদী বলেছেন, মানবসেবার মধ্যেই লুকিয়ে আছেল প্রকৃত দেশপ্রেমের শক্তি। দেশকে ভালোবাসা শুধু মুখের কথা নয়—মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোর মধ্যেই দেশপ্রেমের সত্যতা প্রমাণিত হয়।
তিনি বলেন, যখন আমরা কোনো প্রত্যাশা ছাড়াই ক্ষুধার্তকে আহার দেই, রোগীর সেবা করি বা বিপদগ্রস্তকে সহায়তা করি—তখনই দেশের প্রতি আমাদের ভালোবাসা সবচেয়ে শক্তিশালীভাবে প্রকাশ পায়। একটি মানুষের হাসি, একটি পরিবারের স্বস্তি, একটি সমাজের উন্নতি—এসবই সত্যিকারের দেশপ্রেমকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে। তাই মানবসেবা শুধু মহৎ কাজ নয়, এটি দেশের প্রতি গভীর অনুরাগেরই প্রতিফলন।
শুক্রবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, মানুষের সবচেয়ে বড় গুণ হলো—মানুষের সেবা করা। আমরা অনেকেই কাজ করি, কিন্তু সবাই সুন্দরভাবে কাজ করি না। তাই আমাদের উচিত কাজকে আরও মানবিক ও দক্ষভাবে করা। একজন স্বেচ্ছাসেবক যখন পরিচয় দেয়—‘আমি স্বেচ্ছাসেবক’—তখন তাকে কেউ কোনো কাজে বাধা দেয় না। এমনকি তার মা-বাবাও তাকে উৎসাহ দিয়ে বলেন, ‘দেশের সেবার জন্য এগিয়ে যাও।’ সমাজও তাকে সম্মানের চোখে দেখে। এই সম্মান কাজের মাধ্যমেই অর্জন করতে হয়।
তিনি আরও বলেন, সমাজে কিছু মানুষ আছে যারা ভালো কাজ দেখতে পারে না, তারা শুধু সমালোচনা করে। কিন্তু সমালোচনায় কান দিলে চলবে না—আমাদের কাজ করে যেতে হবে। কারণ সমাজের মানুষের উপকার করাই স্বেচ্ছাসেবার মূলমন্ত্র।
রাজনীতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে মাসুদ সাঈদী বলেন, রাজনীতির মূল উদ্দেশ্যও সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া—সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি দূর করে একটি সুন্দর সমাজ গড়ে তোলা। ঠিক একইভাবে সমাজসেবকদের লক্ষ্যও হলো—ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুস্বাস্থ্যসম্পন্ন একটি সমাজ প্রতিষ্ঠা করা। তবে মানবসেবার কাজ করতে গিয়ে কেউ যেন অনৈতিকতা বা দুর্নীতিতে জড়িয়ে না পড়ে—এ বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দিবসটি উদযাপনে আলোচনা সভার আগে একটি র্যালি পিরোজপুর সিএ অফিস মোড় থেকে শুরু হয়ে রেড ক্রিসেন্টের ইউনিট অফিসে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন পিরোজপুর ইউনিটের সেক্রেটারি মাসুদ সাঈদী।
এতে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, মো. মিজানুর রহমান, মো. রেজাউল হক রিয়াজ, আল আমিন খান সোহাগ, সিরাজুচ সালেকীন শুভ, পজেটিভ বাংলাদেশের পিরোজপুর জেলা সভাপতি হাবিবুর রহমান, ইন্দুরকানি যুব ইউনিটের সদস্য স্বর্ণালী রায় প্রমুখ।
জেলা ইউনিটের ইউএলও (ইউনিট লেভেল অফিসার) শেখ মাসুদুর রহমান ও ইউনিটের উপ-যুব প্রধান সানজিদা রহমানের পরিচালনায় আলোচনা সভায় জেলার সকল উপজেলা ইউনিটের যুব কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ