গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, হাসিনা ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে নানাভাবে হেনস্তা করেছেন। তাকে মামলা দিয়ে কারাগারে নিয়ে দমিয়ে দিতে চেয়েছেন। ন্যূনতম চিকিৎসাটুকু দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী।
বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র আগে থেকেই চলছে। কাজেই, বেগম খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করছেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল বিএনপির নেত্রী না, তিনি গণতন্ত্রকামী সব দলের নেতা। সারা দেশের মানুষ আজ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছে। এটি একজন নেতার জন্য কম পাওয়া নয়।
দোয়া মাহফিলে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দলটির নেতাকর্মী ছাড়াও মাদরাসাপড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/জুনাইদ