জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কৃষি সেল সম্পাদক হয়েছেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম।
আজ বুধবার দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। সেলিম এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং দল থেকে ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী।
এনসিপির কৃষি সেলে সহ-সম্পাদক হয়েছেন সাকিব মাহদী এবং সদস্য হয়েছেন জয়নাল আবেদীন শিশির, অ্যাড. সাকিল আহমেদ, আসাদ বিন রনি, ফিহাদুর রহমান দিবস, তৌহিদ আহমেদ আশিক, ইফতেখারুল ইসলাম, উমর ফারুক।
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সেলিম। জুলাই গণঅভ্যুত্থানের পর নাগরিক প্লাটফর্ম জাতীয় নাগরিক কমিটি কৃষি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া এনসিপির কৃষিবিদ উইংয়ের প্রস্তত কমিটির প্রধান সমন্বয়ক হিসেবেও রয়েছেন। এর আগে সেলিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ