জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সমমনা আট দলের রংপুরে বিভাগীয় সমাবেশ আজ। বিকেল তিনটায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হবে। বিভাগের ৫৮টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে আসবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। এদিকে সমাবেশেকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল বলেন, “আট দলের পাঁচ দফা দাবি- জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আট দলের নেতা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সমাবেশে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আট দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বিডি-প্রতিদিন/তানিয়া