বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তনে তারেক রহমান মাস্টারপ্ল্যান প্রণয়ন করছেন। গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ঘটলেই দেশ টেকসই স্বনির্ভর হবে। বিএনপি মনে করে প্রান্তিক জনগোষ্ঠী হাসলে বাংলাদেশ হাসবে।
রবিবার সকালে এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) ও ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) ময়মনসিংহ জেলা আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ধোবাউড়া উপজেলার ক্ষুদ্র কৃষক ও খামারিদের মাঝে বিনামূল্যে গবাদি প্রাণির ভ্যাক্সিনেশন, ওষুধ, মাছের পোনা ও ধানের বীজ বিতরণ করা হয়। এছাড়া এমরান সালেহ প্রিন্স বিকেলে গামারীতোলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ দুর্নীতি-লুটপাটে এবং গণতন্ত্র-জনঅধিকার হরণের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত করেছিল। জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে গণঅভ্যুত্থানে পরিণত হয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে।
তিনি বলেন, এখন সুযোগ এসেছে মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের। এজন্য ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার জনগণ ভোট দিয়ে প্রমাণ করবে, বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এ দেশ জনগণের।
বিএনপির এই নেতা বলেন, বিগত শাসন আমলে দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহারের কারণে গ্রামীণ জনপদগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যায়বিচার, উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির যে অধিকার গ্রামের মানুষ পাওয়ার কথা ছিল, তা থেকে তারা বঞ্চিত হয়েছে।
তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন হবে নিচ থেকে উপর দিকে-কোনো নেতা বা গোষ্ঠীর জন্য নয়, জনগণের জন্য। হালুয়াঘাটের প্রতিটি গ্রামকে স্বনির্ভর, কর্মসংস্থানমুখী ও নিরাপদ বসতি হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এ্যাব ঢাকা জেলা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন পারভেজ। বক্তব্য রাখেন বিনার বোর্ড সদস্য এ কে এম আনিসুজ্জামান, ময়মনসিংহ জেলা এ্যাবের সভাপতি কৃষিবিদ মনিরউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মোহাম্মদ সাদেকুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল ও মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মনিক।
বিডি প্রতিদিন/এমআই