সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ই.আর.আই চেয়ারম্যান ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, নারীশিক্ষায় বিশ্বকে অনুকরণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার দেশে প্রথম মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। বাংলাদেশে নারীদের সমঅধিকার নিশ্চিত করেছিল বিএনপি সরকার। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়ায় ‘এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ই.আর.আই.)’র মাধ্যমে যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে আয়োজিত জেন-জেড কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের আওতায় সারাদেশের শিক্ষার্থীদের যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা ও কারিগরি শিক্ষার গুরুত্ব সম্পর্কে মোটিভেশন দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে হবে।
অনুষ্ঠান শুরুর আগে কচুয়া মো. আব্দুল খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং প্রভাষক রুহুল আহমেদ ও দিলারা আমিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আতিকুর রহমান, ডা. আতাউল উল্লাহ, প্রফেসর ওয়াদুদসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/মাইনুল