বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ছড়িয়ে পড়া কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। একইসঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে অযথা ভিড় না করে নিজ নিজ এলাকায় অবস্থান করার নির্দেশ দেন।
যুবদল সভাপতি বলেন, 'দেশনেত্রীর শারীরিক অবস্থার ব্যাপারে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। কোনো গুজব বা ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করবেন না।'
সাবেক এ প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর উদ্বেগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, 'আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন। সারাদেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি অতি দ্রুত দেশনেত্রীকে সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে দিন।'
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোনায়েম মুন্না বলেন, 'এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে চিকিৎসকদের মূল্যায়নের ওপর নির্ভর করবে। তার শারীরিক পরিস্থিতি উপযোগী হলে এমন সিদ্ধান্ত আসতে পারে।'
এ সময় তিনি হাসপাতালের পরিবেশ রক্ষায় নেতাকর্মীদের প্রতি দলীয় নির্দেশনা পুনর্ব্যক্ত করে বলেন, 'আমি নিজেও কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সবাইকে ভিড় না করার অনুরোধ জানিয়েছি। হাসপাতালের সামনে অযথা ভিড় করলে রোগী ও অন্যদের কষ্ট হয়- এটা আমাদের কারোরই কাম্য নয়।'
বিডি প্রতিদিন/হিমেল