গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দলীয় স্বার্থে অন্ধ হয়ে অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এতে দেশের জন্য বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে গণসংহতি আন্দোলনের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সাকি বলেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি বিষয় এখন একসূত্রে গাঁথা। নির্বাচন না হলে সংস্কারের কাজ বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু কিছু দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা মনে করছে, ক্ষমতার ভাগ পাচ্ছে বলেই নির্বাচন জরুরি নয়।’
তিনি বলেন, ‘নির্বাচন যথার্থভাবে না হলে সংকট আরও ঘনীভূত হবে। বর্তমান অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় তা দেশকে মহাবিপদের মুখে ঠেলে দেবে। যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছেন, তারা বুঝেই ভয়ংকর খেলায় লিপ্ত হয়েছেন।’
জোনায়েদ সাকি বলেন, দেশের মানুষ কোনোভাবেই নির্বাচন বানচালের তৎপরতা মেনে নেবে না। তিনি বলেন, ‘এই মুহূর্তে বিচার, সংস্কার ও নির্বাচন—এগুলোই প্রধান জাতীয় স্বার্থ। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সফল করতে হবে। নির্বাচিত সংসদ ও সরকার গঠন জরুরি।’
সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম ও জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।
সমাবেশের আগে খানপুর এলাকা থেকে একটি মিছিল বের হয়। দলীয় প্রতীক মাথাল নিয়ে নেতা-কর্মীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জে গিয়ে মিছিলটি শেষ করেন।
বিডি-প্রতিদিন/সুজন