সকল কৃষি ফার্ম শ্রমিকদের নিয়মিতকরণের দাবিতে নোয়াখালীতে বিএডিসি (এএসসি) শ্রমিকদের মানববন্ধন ও কর্মবিরতি চলছে। আজ বুধবার সকালে বিএডিসি (এএসসি) নোয়াখালী চরউরিয়া শাখার ১২ জন শ্রমিকসহ নোয়াখালীতে বিভিন্ন শাখায় ১০০ জন শ্রমিক কর্মবিরতি ও এ আন্দোলন করে যাচ্ছেন।
তাদের অভিযোগ, দীর্ঘ ৩০ বছর পর্যন্ত শ্রমিক হিসেবে চাকরি করছেন তারা, অথচ তাদেরকে নিয়মিত করা হয়নি। তাদেরকে ৩০ দিনের পরিবর্তে ২২ দিন করে মজুরি দিচ্ছে অফিস। বাকি ৮ দিনের মজুরি তারা অনিয়ম ও ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অন্য লোকজন দেখিয়ে টাকাগুলো আত্মসাৎ করছে। তারা তাদের ৩০ দিনের মজুরি দেওয়ার দাবি জানান। অন্যথায় তাদের কর্মবিরতি ও আন্দোলন চলমান থাকবে।
নোয়াখালী বিএডিসির উপসহকারী পরিচালক সানজিদা আক্তার এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বিএডিসির কেন্দ্রীয় অফিসের মাধ্যমে ২২ দিনের মজুরি দেওয়া হয়েছে। আমরা কোনো অনিয়ম বা দুর্নীতি করিনি।
ভারপ্রাপ্ত উপপরিচালক সুমন চাকমা বলেন, একটি কেন্দ্রীয় অফিসের ব্যাপার। আমাদের কাছে ২২ দিনের মজুরি দেওয়া হয়েছে। আমরা তাদের দাবি-দাওয়ার বিষয়টি কেন্দ্রীয় অফিসকে জানাব।
বিডি প্রতিদিন/কেএইচটি