চাকরিতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় মাগুরায় কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ‘গ্রেড বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে কর্মসূচি পালন করে তারা।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বৈষম্যের শিকার। অথচ নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রামের পরও আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এসময় মো. মেহেদী হাসান, সুষময় বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/কামাল