কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেডের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।
বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মবিরতির কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন। অনেকে সেবা না পেয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চলে যান।
আন্দোলনকারীরা জানান, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ৪ ডিসেম্বর পূর্ণদিবস কমপ্লিট শাটডাউন পালন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মেডিক্যাল টেকনোলজিস্ট ফোরাম কুমিল্লা জোনের সেক্রেটারি আবুল কাশেম পলাশ, এমট্যাব-এর সেক্রেটারি সাব্বির আহমেদ, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র টেকনোলজিস্ট আল মামুন। এ ছাড়া কিশোর কুমার বড়ুয়া, আবুল কালাম আজাদ ও ফার্মাসিস্ট নাজমুন নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই