নোয়াখালীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্টরা। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের সামনে অবস্থান নেন তারা। এতে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালসহ সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে সেবা নিতে আসা রোগী ও স্বজনরা দুর্ভোগে পড়েন।
সকালে হাসপাতালে বিভিন্ন বিভাগে গিয়ে দেখা যায় অফিস কক্ষ ফাঁকা পড়ে আছে। বাহিরে সেবা প্রত্যাশীদের ভিড়। সেবা না পেয়ে অনেকে চলে যাচ্ছেন, আবার কেউ কেউ সেবার জন্য অপেক্ষায় রয়েছেন। তারা টিকিট কেটেও ওষুধ না পাওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন।
আন্দোলনরত টেকনোলজিস্টরা বলেন, দীর্ঘদিন ধরে তারা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণভাবে সারাদেশে আন্দোলন করে আসছেন। তবুও তাদের ন্যায্য দাবি মানা হচ্ছে না। দাবি পূরণ না হলে বৃহস্পতিবার থেকে তারা পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি হুঁশিয়ারি দেন।
বিডি-প্রতিদিন/তানিয়া