লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে টানা কর্মবিরতি চলছে। এতে জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। সোমবার (১ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। জেলার ৭৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চলছে এই আন্দোলন।
জানা যায়, সারাদেশে একযোগে বার্ষিক পরীক্ষা ছিল আজ সোমবার। ইতোমধ্যে শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে এসেছে পরীক্ষা দিতে। কিন্ত বিদ্যালয়ে শ্রেণীকক্ষের তালা খোলেননি শিক্ষকরা। ফলে লক্ষ্মীপুর টাউন প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর ইদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সবকটি বিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও অপেক্ষায় ছিল। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১১টা পর্যন্ত বাইরে অপেক্ষায় থাকতে দেখা গেছে তাদের। শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা (শিক্ষার্থীরা) পরীক্ষা দিতে পারবে না।
অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, সকল প্রস্তুতি নিয়েও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না তারা (শিক্ষার্থীরা)। যথাসময়ে পরীক্ষা না হলে শিক্ষার্থীরা বড় ধরণের ক্ষতির মুখে পড়বে। শিক্ষকদের দাবিগুলো বিবেচনা করে দ্রুত এ সমস্যা সমাধান করার দাবি জানিয়েছেন তারা।
বিডি-প্রতিদিন/জামশেদ