নেত্রকোনায় চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত রেখেই বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকে দেশব্যাপী কর্মবিরতিতে অংশ নিয়েছেন সরকারি স্কুলশিক্ষকরা।
সোমবার সকাল থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষকরা পরীক্ষাও বর্জন করেছেন।
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠাসহ চার দফা দাবিতে এই কর্মবিরতি চলমান থাকায় পরীক্ষার মাঝপথে হঠাৎ বন্ধ হয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
জেলার স্বনামধন্য আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ প্রতিটি উপজেলার সরকারি স্কুলেই চলছে এই কর্মবিরতি। ফলে পরীক্ষার প্রস্তুতি নিয়ে স্কুলে এসে শিক্ষার্থীরা ফিরে যেতে বাধ্য হচ্ছে। সন্তানদের ফেরত যাওয়ার কারণ জানতে বহু অভিভাবকও বিদ্যালয়ে ছুটে আসছেন।
অভিভাবকদের দাবি, পরীক্ষার সময় কর্মবিরতি শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের ক্ষতি করছে। কেউ কেউ বলছেন, ঘন ঘন পরীক্ষা স্থগিত হওয়ায় ‘অটোপাসের সংস্কৃতি’ তৈরি হচ্ছে, যা শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে ঠেলে দেবে।
তবে আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি পূরণ হলে ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনে ছুটির দিনেও পরীক্ষা নেওয়া হবে। দাবি আদায় না হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
জানা গেছে, জেলা শহরের সরকারি দুটি বিদ্যালয়েই প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষার মাঝপথে এমন পরিস্থিতিতে পড়ে তারা চরম অনিশ্চয়তায় রয়েছে। তবে জেলার অন্যান্য বেসরকারি উচ্চবিদ্যালয়গুলোতে নিয়ম অনুযায়ী পরীক্ষা স্বাভাবিকভাবে চলছে।
বিডি-প্রতিদিন/মাইনুল