বরিশালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি শেষে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ পরবর্তী কঠোর আন্দোলনের ইঙ্গিত দেন। বিএমটিএ বরিশাল জেলা শাখার সভাপতি হাসান মাহামুদ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান শিপলু, সহ-সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া টিপু, সদস্য ইমতিয়াজ সোবাহান, জাহিদ হোসেন ও সাইফুল ইসলাম লিটনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বৈষম্যের শিকার হচ্ছেন। ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদরা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও তারা এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইল প্রক্রিয়াধীন থাকলেও কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
সমাবেশ শেষে তারা সতর্ক করে জানান, দ্রুত দাবি পূরণ না হলে সারাদেশে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল