দশম গ্রেডে বেতনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ও নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহ সভাপতি বিএমটিএ আলমগীর কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মোল্লা, ফার্মাসিস্ট মো. বাদল মিয়া, শাহজাদি হারুন, চন্দনা বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি সেলিনা সুলতানা, গোলাম মোস্তফা, সেনিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম, ইপিআই আওলাদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ২০১৫ সালে টেকনোলজিস্টদের ১০ম গ্রেড নির্ধারণ করলেও, তা এখনও কার্যকর হয়নি। অথচ তাদের সমমনা কৃষি, প্রকৌশলী ও নার্স ডিপ্লোমাধারীদের ১১ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা বৈষম্যর শিকার হয়ে আসছেন। তাই নিজেদের মর্যাদা রক্ষার দাবিতে বাধ্য হয়ে রোগীদের সেবা বন্ধ রেখে কর্মবিরতির ডাক দিতে বাধ্য হয়েছেন তারা।
কর্মসূচি থেকে আগামীকাল সোমবার (পহেলা ডিসেম্বর) সারাদেশের সব সরকারি–বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পূর্ণদিবস কর্মসূচি পালন করবো আন্দোলনকারীরা।
এরপরও দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বিডি প্রতিদিন/কামাল