স্বতন্ত্র নার্সিং অধিদপ্তর রক্ষা ও পদোন্নতি কাঠামো পুনর্বিন্যাসের দাবিসহ ৮ দফা দাবিতে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নার্স ও মিডওয়াইফরা ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে। রবিবার (৩০ শে নভেম্বর) সকাল দশটা থেকে ১২ টা পর্যন্ত হাসপাতালের সামনে ব্যানার–ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন তারা।
মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা পেশাগতভাবে বঞ্চনার শিকার। তাদের দাবি বাস্তবায়নে সুনির্দিষ্ট উদ্যোগ না থাকায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
নার্স বাছিরুন আক্তার বলেন, “৪৮ বছরের যে ঐতিহ্যবাহী স্বতন্ত্র নার্সিং অধিদপ্তর, সেটিকে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করা আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই নার্সিং অধিদপ্তর তার স্বকীয়তা বজায় রাখুক।”
মুন্সীগঞ্জ জেলা বিএনএ সভাপতি মকবুল বলেন, “নার্সরা কত কষ্ট করে কত ঘণ্টা ডিউটি দেন—তা সবার জানা। তবু তাদের প্রাপ্য সম্মান ও সুবিধা দেওয়া হয় না। এ অবস্থার পরিবর্তন জরুরি।” নার্স ও মিডওয়াইফদের এ আন্দোলন অব্যাহত থাকবে কি না, তা নিয়ে কর্মীদের মধ্যে আলোচনা চলছে।
বিডি প্রতিদিন/এএম