ফুলবাড়ীর আন্দোলন শুধু ফুলবাড়ী কয়লা রক্ষার আন্দোলন নয়, ফুলবাড়ীর গণ আন্দোলন বাংলাদেশের পরিবেশ, কৃষি, পানিসম্পদ ও মানবাধিকার সুরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বগুলোর একটি বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। গতকাল দিনাজপুরের ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ৬ ডিসেম্বর তার ফেসবুক ভেরিফাইড পেজে ফুলবাড়ী নিয়ে ইতিহাস বিকৃতির এবং লুটপাটের সাফাই দিয়েছেন। তার এ বিতর্কিত বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এটি গত দুই দশকের জ্বালানি খাতের ‘মেধাগত দেউলিয়াত্ব’ এবং ‘আমদানি-নির্ভর লুটপাটতন্ত্র’ আড়াল করার অপকৌশল।