ধামইরহাটে ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার আটক করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব বাজার এলাকায় সোনালী ব্যাংকের সামনে থেকে সারবোঝাই একটি ট্রাক আটক করা হয়। পরে কৃষি বিভাগের সহযোগিতায় সারের বস্তাগুলো থানায় হস্তান্তর করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের বলেন, ‘সারগুলো থানায় জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ ওসি মো. মোখলেছুর রহমান বলেন, ‘অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’