চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় বিএনপি কর্মী নয়ন আলীকে কুপিয়ে হত্যা ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। নয়নের বাবা আবদুল করিম বাদী হয়ে গতকাল শিবগঞ্জ থানায় মামলাটি করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের শনাক্ত করতে কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওসি আরও বলেন, ‘অতর্কিত হামলা চালিয়ে নয়ন আলীকে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হামলাকারীদের বিরুদ্ধে নয়নের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও করা হয়েছে।
সোমবার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলী বাবুপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন নয়ন আলীকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নয়নের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা এবং অন্য মামলাগুলো অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধের মামলা।